ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ

 ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ

প্রতীকী ছবি

ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ

 অনলাইন ডেস্ক

 ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:০৪

বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে 

এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পাওয়া যায়নি।

ভোটে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

ভোটের আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এরই মধ্যে ছয় আসনের উপনির্বাচনে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার) নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আগামীকাল বুধবার মধ্যরাত পর্যন্ত।

তবে ইসির অনুমতি নিয়ে যে কোনো যানবাহন চলাচল করতে পারবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

Comments

Popular posts from this blog

How to earn by candy pocket mining site

How to earn by Omega network mining site.