রমজানে পণ্য সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী


N

রমজানে পণ্য সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি

রমজানে পণ্য সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক

 ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:০৮

আসন্ন রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘এখন দরকার ডলার সেভ (সংরক্ষণ) করা। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেটি অপরিহার্য, সেটিতেই বেশি জোর দিচ্ছি। তাই রমজানে পণ্য সংকট হবে না।

’ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ আশ্বাস দেন।

ফল আমদানিতে সমস্যা হচ্ছে, এলসি (ঋণপত্র) খোলা যাচ্ছে না, ফলের দাম দিনদিন বেড়ে যাচ্ছে; অথচ রোজায় ফলের চাহিদা থাকে ব্যাপক- এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী জানান, ‘ফল-তো আমাদের দেশে প্রচুর হচ্ছে। এখন আমাদের দেখতে হচ্ছে যাতে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার।

যে জন্য এটি (এলসি) একটু রেসট্রিক্ট (সীমিত) করা হয়েছে। সময় ভালো হলেই খুলে দেওয়া হবে। ’

Comments

Popular posts from this blog

How to earn by candy pocket mining site

How to earn by Omega network mining site.